** আমার ব্লগে আপনাকে স্বাগত **

কিছু কথা....

আপনাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ করতে হলে লেখাটি আমাকে ইমেইল করুন। আমি সেটা নির্দিষ্ট বিভাগে, আপনার নাম দিয়ে প্রকাশ করবো।

আপনি কি কিছু খুঁজছেন ?

!! আমার ব্লগের সাথে যুক্ত থাকুন !!

ইমেইল এর মাধ্যমে সমস্ত পোষ্টের নিয়মিত আপডেট পাওয়ার জন্য, নিচের ফাঁকা ঘরে আপনার ইমেইল এড্রেস লিখে ‘সাবস্ক্রাইব’ বাটন-এ ক্লিক করুন।

ভারতের এক ও অন্যতম নাগরিক সভ্যতা হল হরপ্পা সভ্যতা। এই সভ্যতার জীবনযাত্রা ও অন্যান্য সমসাময়িক সভ্যতার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন উত্তর। (হরপ্পা সভ্যতা)

1) ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?

মেহেরগড় সভ্যতা। (গ্রামীন)

2) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?

জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ। (1974)

3) মেহেরগড় সভ্যতার বর্তমান অবস্থান কোথায়?

বর্তমান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত।

4) মেহেরগড় সভ্যতার সময়কাল কত ছিল?

আনুমানিক 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।

5) মেহেরগড় কোন যুগের সভ্যতা?

নিওলিথিক যুগের সভ্যতা।

6) মেহেরগড় সভ্যতার মানুষের জীবিকা কী ছিল?

কৃষিকাজ ও পশুপালন।

7) মেহেরগড় সভ্যতার খননকার্য কতদিন ধরে চলে?

প্রাথমিক ক্ষেত্রে 1974 খ্রিস্টাব্দ থেকে 1986 এবং দ্বিতীয় পর্যায় 1997 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত খননকার্য চালানো হয়।

8) মেহেরগড় সভ্যতায় খননকার্য চালিয়ে কতগুলি প্রত্নতত্ত্ব আবিষ্কৃত হয়েছে?

এখনো পর্যন্ত 32000 প্রত্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

9) মেহেরগড় সভ্যতার মানুষ কোন কোন ফসলের চাষ করত?

জব ও গম।

10) মেহেরগড় সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি ছিল?

মেহেরগড় সভ্যতার বাড়িঘরগুলি বেশিরভাগ ক্ষেত্রে কাদা মাটি দিয়ে তৈরি ছিল। কিন্তু কোন কোন স্থানে রোদে শুকনো ইট দিয়ে বাড়ি তৈরির নিদর্শন পাওয়া গেছে।ে

11) মেহেরগড় সভ্যতা খননকার্যে প্রধান প্রত্নতত্ত্ববিদ করা ছিলেন?

জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডৌ।

12) মেহেরগড় সভ্যতার মানুষ কোন চিকিৎসা সম্পর্কে অবগত ছিল?

দাঁতের চিকিৎসা সম্পর্কে অবগত ছিল।

13) মেহেরগড় সভ্যতাকে কোন সভ্যতার পূর্বসূরী বলা হয়?

হরপ্পা সভ্যতার।

14) মেহেরগড় সভ্যতার মানুষের মধ্যে কি পরিবর্তন দেখা দিয়েছিল?

মেহেরগড় সভ্যতার মানুষ যাযাবর জীবন ত্যাগ করে কৃষিকাজের পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।

15) মেহেরগড় সভ্যতাকে কিলি গুল মোহাম্মদ পর্যায় বলা হয় কেন?

মেহেরগড় সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিল কিলি গুল মোহাম্মদ, তাই মেহেরগড় সভ্যতাকে কিলি গুল মোহাম্মদ পর্যায় বলা হয়। (কিলি গুল মোহাম্মদ এর সময়কাল 5500 খ্রিস্টপূর্বাব্দ।)

0 comments:

Blogger Tricks And TipsComment here