আলোমনি
তাপস চন্দ্র মাহাত
স্বর্ণ পরী ছিলিস না তুই
জগৎ ছিল কালো।
হৃদমাঝারে হটাৎ বসে
করলি জগৎ আলো।।
সোনালি সুরে মাতাল করে
করলি মাটির সৃষ্টি।
ভূবন মাঝারে প্রান পথিকের
ঝরিয়ে দিলি বৃষ্টি।।
যাওয়া যায় না নিকটে তোর
আগুন রাখিস জ্বেলে।
রাখবো বেঁধে চিরজীবন
একটু সুযোগ পেলে।।
রাগ করলে তপ্ত হয়ে
জ্বালিয়ে কেন মারিস।
মান ভাঙলেই শীতল হাসির
স্পর্শ দিতেও পারিস।।
হটাৎ করে কালো বাদলে
হারিয়ে যখন যাস।
বুঝিনা যে তোর রঙ্গলিলা
কিসের মজা পাস।।
সেই সকালে সাগর পারে
উঠলি দোলে দোলে।
পাহাড় কোলে বিকেল বেলা
অস্ত গেলি চোলে।।
কথা দিবিনা আমাকে তুই
আসবো ফিরে কাল।
আলো ছায়া সঙ্গি তোরে
দেবো শত সাল ।।
জগৎ ছিল কালো।
হৃদমাঝারে হটাৎ বসে
করলি জগৎ আলো।।
সোনালি সুরে মাতাল করে
করলি মাটির সৃষ্টি।
ভূবন মাঝারে প্রান পথিকের
ঝরিয়ে দিলি বৃষ্টি।।
যাওয়া যায় না নিকটে তোর
আগুন রাখিস জ্বেলে।
রাখবো বেঁধে চিরজীবন
একটু সুযোগ পেলে।।
রাগ করলে তপ্ত হয়ে
জ্বালিয়ে কেন মারিস।
মান ভাঙলেই শীতল হাসির
স্পর্শ দিতেও পারিস।।
হটাৎ করে কালো বাদলে
হারিয়ে যখন যাস।
বুঝিনা যে তোর রঙ্গলিলা
কিসের মজা পাস।।
সেই সকালে সাগর পারে
উঠলি দোলে দোলে।
পাহাড় কোলে বিকেল বেলা
অস্ত গেলি চোলে।।
কথা দিবিনা আমাকে তুই
আসবো ফিরে কাল।
আলো ছায়া সঙ্গি তোরে
দেবো শত সাল ।।




























