
দুর্গাপূজা
বহ্নি চক্রবর্তী
বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে সবে
দুর্গাপূজা আসতে আর কতই দিন না আছে!
একটি পার্বণ আসে তো আর একটি পার্বণ যায়
সব বাঙালী বলে উঠে দুর্গাপূজা আয়।
মাঠ বন সব ভরে গেছে কাশফুল আর ঘাসে
টুকরো টুকরো মেঘগুলো যে আকাশ বেয়ে ভাসে।
ঢ্যাং কুড়কুড় ঢাকের আওয়াজ শিশুরা সব নাচে
দুর্গা মায়ের আশীর্বাদে মানুষরা সব বাঁচে।
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)






Sundar
ReplyDeleteDarun
ReplyDelete