বাংলা আমার
রিমা ভট্টাচার্য্য
বাংলা আমার মাতৃভাষা
সবার চেয়ে সেরা।
সবুজ, শ্যামল এদেশ আমার
স্বপ্ন দিয়ে ঘেরা।
বাংলা আমার মায়ের মুখে
মিষ্টি মধুর বোল।
কিংবা ক্ষেতে সদ্য পাকা
ধানের দোদুল দোল।
বাংলা আমার দূর অজানা
বাঁধন হারা ঘুড়ি।
বিশ্বব্যাপী এই ভাষাটির
নেই তো কোনো জুড়ি।
বাংলা আমার মায়ের ভাষা
প্রাণের দোলায় গাঁথা।
লক্ষ প্রাণের বিনিময়ে মোরা
পেয়েছি স্বাধীনতা।
সবার চেয়ে সেরা।
সবুজ, শ্যামল এদেশ আমার
স্বপ্ন দিয়ে ঘেরা।
বাংলা আমার মায়ের মুখে
মিষ্টি মধুর বোল।
কিংবা ক্ষেতে সদ্য পাকা
ধানের দোদুল দোল।
বাংলা আমার দূর অজানা
বাঁধন হারা ঘুড়ি।
বিশ্বব্যাপী এই ভাষাটির
নেই তো কোনো জুড়ি।
বাংলা আমার মায়ের ভাষা
প্রাণের দোলায় গাঁথা।
লক্ষ প্রাণের বিনিময়ে মোরা
পেয়েছি স্বাধীনতা।
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)







0 comments: