স্বপ্ন
জগ্ননাথ পাল
স্বপ্ন ছিল, স্বপ্ন দেখি স্বপ্নকে নিয়ে,
স্বপ্ন ছিল জীবন সাজাই ভালোবাসা দিয়ে।।
দুচোখ খুলে আজ যে আমি স্বপ্নকে দেখি,
স্বপ্ন নিয়ে তাই আজকে এই কবিতা লেখি।।
জীবন শুধু জীবন নয়, স্বপ্নেরই এক দেশ,
স্বপ্নহীন মানুষ এখানে হয়েছে গো নিঃশেষ।।
যেখানে স্বপ্ন, সেখানে আশা, সেখানেই হবে জয়,
স্বপ্ন দেখে জীবন কাটাই, করি না তো তাই ভয়।।
স্বপ্ন তো এক জলপরীর মতো, সুন্দর অপরূপ,
স্বপ্ন যে হলো আবেগ প্রবণ জীবনেরেই স্বরূপ।।
জীবন তো এক ছোট্ট সময় স্বপ্ন দেখার জন্য
স্বপ্ন যেদিন স্বার্থক হবে সেদিন হব ধন্য।।
স্বপ্ন ছিল জীবন সাজাই ভালোবাসা দিয়ে।।
দুচোখ খুলে আজ যে আমি স্বপ্নকে দেখি,
স্বপ্ন নিয়ে তাই আজকে এই কবিতা লেখি।।
জীবন শুধু জীবন নয়, স্বপ্নেরই এক দেশ,
স্বপ্নহীন মানুষ এখানে হয়েছে গো নিঃশেষ।।
যেখানে স্বপ্ন, সেখানে আশা, সেখানেই হবে জয়,
স্বপ্ন দেখে জীবন কাটাই, করি না তো তাই ভয়।।
স্বপ্ন তো এক জলপরীর মতো, সুন্দর অপরূপ,
স্বপ্ন যে হলো আবেগ প্রবণ জীবনেরেই স্বরূপ।।
জীবন তো এক ছোট্ট সময় স্বপ্ন দেখার জন্য
স্বপ্ন যেদিন স্বার্থক হবে সেদিন হব ধন্য।।
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)







0 comments: