
বৃষ্টি
শিউলি দাশ
বৃষ্টি মানে মাটির ভেজা গন্ধ,
বৃষ্টি মানে নতুন চলার ছন্দ।
বৃষ্টি মানে আকাশ ভাঙা সুখ,
বৃষ্টি মানে ঝাপসা তোমার মুখ।
বৃষ্টি মানে মেঘলা ভারী দিন,
বৃষ্টি মানে তোমার কাছে ঋণ।
বৃষ্টি মানে চোখের জলের দাগ,
বৃষ্টি মানে স্মৃতির অনুরাগ।
বৃষ্টি মানে নিঝুম দু-চোখ বেয়ে,
বৃষ্টি মানে বৃষ্টি ভেজা মেয়ে।
বৃষ্টি মানে নতুন চলার ছন্দ।
বৃষ্টি মানে আকাশ ভাঙা সুখ,
বৃষ্টি মানে ঝাপসা তোমার মুখ।
বৃষ্টি মানে মেঘলা ভারী দিন,
বৃষ্টি মানে তোমার কাছে ঋণ।
বৃষ্টি মানে চোখের জলের দাগ,
বৃষ্টি মানে স্মৃতির অনুরাগ।
বৃষ্টি মানে নিঝুম দু-চোখ বেয়ে,
বৃষ্টি মানে বৃষ্টি ভেজা মেয়ে।
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)






0 comments: