
যদি না থাকত
সুমন সাহানা
যদি না থাকত
ছাতা?
বল কী করে বাঁচত
মাথা।
যদি না থাকত
জুতো?
তবে কী পরে বেরোত
ভুতো।
যদি না থাকত
গাড়ি?
বাবা কী চড়ে ফিরত
বাড়ি।
যদি না থাকত
ফোন?
কথা বলত কী করে
বোন।
যদি না থাকত
টিভি?
"চুপ, খবর শুনতে
দিবি।"
পৃথিবীই নেই,
বেশ,
তবে শুরু কোথা?
সব শেষ।
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)
 




 






 
 
 
 
 
0 comments: