বিয়ে করতে রাজি আমি
চাইনা দেনা পাওনা ;
যেথায় যত ঘটক আছো
লিখ আমার বর্ণনা।
রূপে কাঁচা কার্ত্তিক, গুনে জড় ভরত,
রাশি হল বেকার ;
ফাটা কপাল, শুন্য পকেট
ভবিষ্যৎ চির অন্ধকার।
পাঁচ ফুট ছয় ইঞ্চি, গ্যাজুয়েট
আর গোরাবর্ণ গাত্র ;
আদর্শবান, সুপ্রতিষ্ঠিত
বদ্ধ বেকার পাত্র।
বেকারত্বের জ্বালা মেটাতে
খুঁজছি ক্ষুদ্রতম ঠাঁই ;
ঘরোয়া, সুশ্রী, অসবর্ণ
কর্মরত পাত্রী চাই।







0 comments: