লেখাপড়া-খেলাপড়া
বিশ্বনাথ মাহাত
লেখাপড়া শিখলেই পেয়ে যাবে চাকরি,
কে বলবে নিশ্চিত ঘুচে যাবে বেকারি
?
আজকাল কোন কিছু নিয়ম মেনে হয় না,
খেলাধুলা করলেও রোজগার কম না।
বি.এ , এম.এ পাশ করে ঘুরে ফেরে বাজারে,
ফুটবল খেললে টাকা মেলে লাখো রে।
ক্রিকেটার যদি হও রোজগার কোটিতে,
টেনিসের খেলোয়াড় পা ফেলে না মাটিতে।
খেলা যদি পেশা করি দোষ কিসে খেলাতে,
খেলা ছাড়া কী করে মন বসবে পড়াতে।
মন দিয়ে খেলা-লেখা দু কাজেই করছি,
জীবনের মাঠে নেমে দুভাবেই লড়ছি।
৭ই মার্চ, ২০০৪ সাল







0 comments: