ঈশ্বর প্রতিভূ শিশু
রূপেশ মাহাত
শীতের কালো চাদর নিয়ে নেমে এল
রাত্রির পসার, দূর থেকে শেয়াল,
ঝিঁঝিঁ পোকার ডাক,
প্যাঁচার আর্তনাদে ভেসে আসছে
শেষ বেলার গান।
লিওনার্দোর ঈশ্বর প্রতিভূ শিশু তখন
ধীরে
ধীরে শয়তানে রূপান্তরিত হয়।
দামিনীর দেহে আঁচড়, মাটি ভেজা
উষ্ণতার ক্ষরণে
হারিয়ে যাচ্ছে শীতল প্রাণ,
নগ্ন সকালে গোবরজল ছিটিয়ে
শুদ্ধ করার কাজে ছুটেছে কারা!
নুইয়ে পড়া শিউলি গাছ তখনও হাসছে,
বলছে তোদের সূর্যফোটা হাসি মিলিয়ে
যাবে
আমার প্রসব যন্ত্রণায়।
মানসপত্র পত্রিকা, কলকাতা, ২৬ শে জানুয়ারী, ২০১৫ সাল







0 comments: