** আমার ব্লগে আপনাকে স্বাগত **

কিছু কথা....

আপনাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ করতে হলে লেখাটি আমাকে ইমেইল করুন। আমি সেটা নির্দিষ্ট বিভাগে, আপনার নাম দিয়ে প্রকাশ করবো।

আপনি কি কিছু খুঁজছেন ?

!! আমার ব্লগের সাথে যুক্ত থাকুন !!

ইমেইল এর মাধ্যমে সমস্ত পোষ্টের নিয়মিত আপডেট পাওয়ার জন্য, নিচের ফাঁকা ঘরে আপনার ইমেইল এড্রেস লিখে ‘সাবস্ক্রাইব’ বাটন-এ ক্লিক করুন।

Friday, June 15, 2018

কবিতার দুলাইন



কবিতার দুলাইন

রূপেশ মাহাত
তোকে খুঁজি পুরানো গল্পে, ভাঙাচোরা উপন্যাসে
টিভির পর্দায়, দাম্পত্যে
কখনও সুবোধ পরামানিকের সেলুনে অব্যক্ত
কবিতার দুলাইনের ফাঁকে, চিৎকার করে
শুনিয়ে যাস্, নেই তুই শুক সারির দলে।

চায়ের দোকানে বসে বিনি পয়সায় রাস্তায়
দেখা তামাসা; বিড়ির ধোঁয়ায় হারিয়ে
যাওয়া ব্যথায়,
কখনও রাঙ্গামাটির দেশের বধ্যভূমির
রাঙ্গা পায়ের তলে কীট পোকারা ভোঁকাট্টা
বলে শুনিয়ে যায় তুই নেই 'বিদ্বজনের' দলে।

তবুও লগা দিয়ে পেড়ে নেব সমস্ত কোলাহল, দুর্বলতা,
পড়ে থাকবে ঝরে যাওয়া ফলে আমার সৃষ্টির বীজ বারণ।




মানসপত্র পত্রিকা, কলকাতা, ২৬ শে জানুয়ারী, ২০১৫ সাল

0 comments:

Blogger Tricks And TipsComment here