** আমার ব্লগে আপনাকে স্বাগত **

কিছু কথা....

আপনাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ করতে হলে লেখাটি আমাকে ইমেইল করুন। আমি সেটা নির্দিষ্ট বিভাগে, আপনার নাম দিয়ে প্রকাশ করবো।

আপনি কি কিছু খুঁজছেন ?

!! আমার ব্লগের সাথে যুক্ত থাকুন !!

ইমেইল এর মাধ্যমে সমস্ত পোষ্টের নিয়মিত আপডেট পাওয়ার জন্য, নিচের ফাঁকা ঘরে আপনার ইমেইল এড্রেস লিখে ‘সাবস্ক্রাইব’ বাটন-এ ক্লিক করুন।

Sunday, May 11, 2014

অদ্ভুত ভালোবাসা

অদ্ভুত ভালোবাসা
বিশ্বনাথ মাহাত
অদ্ভুত এক অনুভূতি
অদ্ভুত এক ভালোবাসা
যে ভালোবাসা শুধু দূর থেকে কষ্ট দেয়,
তবে তো ভালোবাসা, তাই ভালোবাসি।
মনের কষ্টগুলি তখনেই দূর হয়ে যায়।
যখন দূর থেকে তার একটু ভালোবাসা পাই।
আবার যখন পাই না,

আমার একটুখানি পাওয়া ভালোবাসা।
তখন কষ্টের বৃষ্টি মনের মাঝে ঝরতে থাকে।
এটাই যে আমার দুঃখের ভালোবাসা।
যে ভালোবাসা আমার মনের মাঝে
আছে... শুধু তারই জন্য।
আমি কী করে ভুলতে পারি
সে আমার ভালোবাসার কথা।
হয়তো কষ্ট পায়, একা একা মনের কষ্টে বেঁচে থাকি।
আর ভাবতে থাকি হয়তো তাকে পাব।
কারণ যাকে সত্যিকার ভালোবাসা যায়,
সে অতি অপমান ও আঘাত করলেও
তাকে ভোলা যায় না।

0 comments:

Blogger Tricks And TipsComment here