অদ্ভুত ভালোবাসা
বিশ্বনাথ মাহাত
অদ্ভুত এক অনুভূতি
অদ্ভুত এক ভালোবাসা
যে ভালোবাসা শুধু দূর থেকে কষ্ট দেয়,
তবে তো ভালোবাসা, তাই ভালোবাসি।
মনের কষ্টগুলি তখনেই দূর হয়ে যায়।
যখন দূর থেকে তার একটু ভালোবাসা পাই।
আবার যখন পাই না,
আমার একটুখানি পাওয়া ভালোবাসা।
তখন কষ্টের বৃষ্টি মনের মাঝে ঝরতে থাকে।
এটাই যে আমার দুঃখের ভালোবাসা।
যে ভালোবাসা আমার মনের মাঝে
আছে... শুধু তারই জন্য।
আমি কী করে ভুলতে পারি
সে আমার ভালোবাসার কথা।
হয়তো কষ্ট পায়, একা একা মনের কষ্টে বেঁচে থাকি।
আর ভাবতে থাকি হয়তো তাকে পাব।
কারণ যাকে সত্যিকার ভালোবাসা যায়,
সে অতি অপমান ও আঘাত করলেও
তাকে ভোলা যায় না।







0 comments: