প্রতিজ্ঞা
তাপস চন্দ্র মাহাত
কতো বিদেশীনি আত্মসৃজন
পরিবার শতধরা।
আপন হয়ে সঙ্গে আমার
ছিল যে মুখোস পরা।।
ভাবিনীতো কভু নহে এরা কেহ
বন্ধুর কত পাড়া।
জানতাম না যে ভুলে যাবে মোকে
অল্প কজন ছাড়া।।
বুঝিনী সেদিন মূল্য তোমার
রিদয়ে যেদিন ছিলাম।
আজকে কেন চায়ছো যেতে
করছো আমাই নিলাম।।
দেবোনাকো দূরে যেতে গো তোমাই
রাখিব রিদয়ে আমি।
হাতটি তোমার দাও গো আমাই
ভয় পেওনাকো তুমি।।
ছাড়িবোনা আমি তোমার দুহাত
যাবো যেতে হলে রনে।
রহিব আমি তোমাকে ঘিরে
লক্ষ শত জীবনে।।
পূর্ন করব স্বপ্ন সকল
দেখেছো যত তুমি।
ছাড়বো নাকো তোমাই যখন
পেয়েছি ফিরে আমি।।
পরিবার শতধরা।
আপন হয়ে সঙ্গে আমার
ছিল যে মুখোস পরা।।
ভাবিনীতো কভু নহে এরা কেহ
বন্ধুর কত পাড়া।
জানতাম না যে ভুলে যাবে মোকে
অল্প কজন ছাড়া।।
বুঝিনী সেদিন মূল্য তোমার
রিদয়ে যেদিন ছিলাম।
আজকে কেন চায়ছো যেতে
করছো আমাই নিলাম।।
দেবোনাকো দূরে যেতে গো তোমাই
রাখিব রিদয়ে আমি।
হাতটি তোমার দাও গো আমাই
ভয় পেওনাকো তুমি।।
ছাড়িবোনা আমি তোমার দুহাত
যাবো যেতে হলে রনে।
রহিব আমি তোমাকে ঘিরে
লক্ষ শত জীবনে।।
পূর্ন করব স্বপ্ন সকল
দেখেছো যত তুমি।
ছাড়বো নাকো তোমাই যখন
পেয়েছি ফিরে আমি।।







0 comments: