** আমার ব্লগে আপনাকে স্বাগত **

কিছু কথা....

আপনাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ করতে হলে লেখাটি আমাকে ইমেইল করুন। আমি সেটা নির্দিষ্ট বিভাগে, আপনার নাম দিয়ে প্রকাশ করবো।

আপনি কি কিছু খুঁজছেন ?

!! আমার ব্লগের সাথে যুক্ত থাকুন !!

ইমেইল এর মাধ্যমে সমস্ত পোষ্টের নিয়মিত আপডেট পাওয়ার জন্য, নিচের ফাঁকা ঘরে আপনার ইমেইল এড্রেস লিখে ‘সাবস্ক্রাইব’ বাটন-এ ক্লিক করুন।

Wednesday, May 1, 2019

প্রতিজ্ঞা



প্রতিজ্ঞা
তাপস চন্দ্র মাহাত


কতো বিদেশীনি আত্মসৃজন
পরিবার শতধরা।
আপন হয়ে সঙ্গে আমার
ছিল যে মুখোস পরা।।

ভাবিনীতো  কভু নহে এরা  কেহ
বন্ধুর কত পাড়া।
জানতাম না যে ভুলে যাবে মোকে
অল্প কজন ছাড়া।।

বুঝিনী সেদিন মূল্য তোমার
রিদয়ে যেদিন ছিলাম।
আজকে কেন চায়ছো যেতে
করছো আমাই নিলাম।।

দেবোনাকো দূরে যেতে গো তোমাই
রাখিব রিদয়ে আমি।
হাতটি তোমার দাও গো আমাই
ভয় পেওনাকো তুমি।।

ছাড়িবোনা আমি তোমার দুহাত
যাবো যেতে হলে রনে।
রহিব আমি তোমাকে ঘিরে
লক্ষ শত জীবনে।।

পূর্ন করব স্বপ্ন সকল
দেখেছো যত তুমি।
ছাড়বো নাকো তোমাই যখন
পেয়েছি ফিরে আমি।।




0 comments:

Blogger Tricks And TipsComment here