বর্ষা
তাপস চন্দ্র মাহাত
আকাশ পানে চেয়ে চেয়ে
দিন কাটাবো কতো
শূন্যে উড়া তীষ্নার্থ
চাতক পাখীর মতো।
গ্রীষ্ম দুপুরে তপ্ত বায়ু
বয়ে যায় দেহ দিয়ে
পাই পিপাসা কন্ঠে আমার
সয় না যে মোর হিয়ে।
ইচ্ছে করেনা ফিরতে তোমার
কোথায় গেছো তুমি
আসবে কবে ফিরে আবার
শান্ত হব আমি।
পলক আমার নামতে না চাই
এমন আকাঙ্খায়
ঊষা-গোধূলি সন্ধা-সকাল
তোমার অপেক্ষায়।
মেঘের কোলে হারিয়ে গেছো
ফিরবে যে কোন কাল
আশার প্রদিপ জ্বেলে রেখেছি
ছাড়বো না তাই হাল।
দিন কাটাবো কতো
শূন্যে উড়া তীষ্নার্থ
চাতক পাখীর মতো।
গ্রীষ্ম দুপুরে তপ্ত বায়ু
বয়ে যায় দেহ দিয়ে
পাই পিপাসা কন্ঠে আমার
সয় না যে মোর হিয়ে।
ইচ্ছে করেনা ফিরতে তোমার
কোথায় গেছো তুমি
আসবে কবে ফিরে আবার
শান্ত হব আমি।
পলক আমার নামতে না চাই
এমন আকাঙ্খায়
ঊষা-গোধূলি সন্ধা-সকাল
তোমার অপেক্ষায়।
মেঘের কোলে হারিয়ে গেছো
ফিরবে যে কোন কাল
আশার প্রদিপ জ্বেলে রেখেছি
ছাড়বো না তাই হাল।







0 comments: