মৌসমি
তাপস চন্দ্র মাহাত
তীষ্ণা প্রবল গ্রীষ্মকালে
তুষার কনার বেসে।
এক নিশিতে উদয় হলিস
হিমালয়ের দেশে।।
শীথলি আভার স্পর্শ দিয়ে
রিদয় ছুয়ে গেলিস।
হটাৎ করে সঙ্গে নিয়ে
হৃদয় ধুয়ে দিলিস।।
নীল বাদলে কৃষ্ণঘন
বাঁধল যখন ছায়া।
গগনপারে সুরু হল
পবন বীরের মায়া।।
আনন্দেতে অট্ট হেসে
বিজলি লতা জ্বলে।
বিশ্ববুকে জোয়ার এসে
আকশ পাতাল দলে।।
ঝরিয়ে দিয়ে শ্রাবন ধারা
প্লাবন গঙ্গা তীরে।
রামধনুতে রঙ ধরেছে
বঙ্গপুরি ঘীরে।।
কিন্তু যেদিন হারিয়ে গেলিস
দূর সমুদ্র গিয়ে।
শীতের ব্যাথায় জীর্ণ হল
স্বপ্নে হারা হিয়ে।।
আড়াল করে থাকনা সরে
থাকনা যতই দুরে।
প্রকৃতি বীনাবাঁশির সুরে
আসতে হবেই ফিরে।।
তুষার কনার বেসে।
এক নিশিতে উদয় হলিস
হিমালয়ের দেশে।।
শীথলি আভার স্পর্শ দিয়ে
রিদয় ছুয়ে গেলিস।
হটাৎ করে সঙ্গে নিয়ে
হৃদয় ধুয়ে দিলিস।।
নীল বাদলে কৃষ্ণঘন
বাঁধল যখন ছায়া।
গগনপারে সুরু হল
পবন বীরের মায়া।।
আনন্দেতে অট্ট হেসে
বিজলি লতা জ্বলে।
বিশ্ববুকে জোয়ার এসে
আকশ পাতাল দলে।।
ঝরিয়ে দিয়ে শ্রাবন ধারা
প্লাবন গঙ্গা তীরে।
রামধনুতে রঙ ধরেছে
বঙ্গপুরি ঘীরে।।
কিন্তু যেদিন হারিয়ে গেলিস
দূর সমুদ্র গিয়ে।
শীতের ব্যাথায় জীর্ণ হল
স্বপ্নে হারা হিয়ে।।
আড়াল করে থাকনা সরে
থাকনা যতই দুরে।
প্রকৃতি বীনাবাঁশির সুরে
আসতে হবেই ফিরে।।







0 comments: