খেয়া
তাপস চন্দ্র মাহাত
ঝাড়বাংলার শিলাই কাঁসাই
সুবনরেখার পারে।
নাহয় যেন যেতে সেথা
আমায় বারে বারে।।
হটাৎ করে পথ হারালাম
কুল খুঁজানা পায়।
জোয়ার-ভাটা ঝড়-ঝাপটাই
আত্ম সঙ্গি নাই।।
অশ্রুধারাই বন্যা আসে
কাঁপল যে বুক মোর।
চায়না হতে প্রানমাঝিরে
সঙ্গ হারা তোর।।
উঠুক যতই ঢ়েউ এর মালা
নাইকো পাবো ভয়।
পাল টানিয়ে দুহাত দাঁড়ে
করবো খেয়া জয়।।
পার হয়ে সব সমুদ্রস্রোত
এলাম যখনে তীরে।
ক্ষুদ্র প্রানের আভাস পেলাম
নতুন জিবনে ফিরে।।
কুয়াশাঘন রাত্রি কেটে
উঠল ঊষা হেসে।
হাজার চন্দ্র সূর্য শেষে
পৌচে গেলাম দেশে।।
সুবনরেখার পারে।
নাহয় যেন যেতে সেথা
আমায় বারে বারে।।
হটাৎ করে পথ হারালাম
কুল খুঁজানা পায়।
জোয়ার-ভাটা ঝড়-ঝাপটাই
আত্ম সঙ্গি নাই।।
অশ্রুধারাই বন্যা আসে
কাঁপল যে বুক মোর।
চায়না হতে প্রানমাঝিরে
সঙ্গ হারা তোর।।
উঠুক যতই ঢ়েউ এর মালা
নাইকো পাবো ভয়।
পাল টানিয়ে দুহাত দাঁড়ে
করবো খেয়া জয়।।
পার হয়ে সব সমুদ্রস্রোত
এলাম যখনে তীরে।
ক্ষুদ্র প্রানের আভাস পেলাম
নতুন জিবনে ফিরে।।
কুয়াশাঘন রাত্রি কেটে
উঠল ঊষা হেসে।
হাজার চন্দ্র সূর্য শেষে
পৌচে গেলাম দেশে।।







0 comments: