কবে যে আমি বড়ো হব
মঙ্গলা বাউরী
কবে যে আমি বড়ো হব
দিদির মতন লম্বা হব।
কবে যে আমি বড়ো হব
দিদির মতন চুড়িদার পরব।
কবে যে আমি বড়ো হব
একলা একলা খেলতে যাব।
কবে যে আমি বড়ো হব
পার্কে গিয়ে ফুচকা খাব।
কবে যে আমি বড়ো হব
মোটা মোটা বই পড়ব।
কবে যে আমি বড়ো হব
ভূত পেতনির ছবি আঁকব।
কবে যে আমি বড়ো হব
বাসে চড়ে ঘুরতে যাব।
কবে যে আমি বড়ো হব
সব বড়োদের ফিলম দেখব।
কবে যে আমি বড়ো হব
ছোট ভাইদের পড়া ধরব।
কবে যে আমি বড়ো হব
গানের জলসা শুনতে পাব।
কবে যে আমি বড়ো হব
বড়ো অফিসে কাজ করব।
কবে যে আমি বড়ো হব
ছোট ছেলেদের তুমি বলব।
কবে যে আমি বড়ো হব
সত্যিকারের বড়ো হব।
একটা কিছু করতে হবে
যাতে নিজেই শান্তি পাব।
যদি দেখি আমার পাশে
কেউ দুঃখে কাঁদছে বসে,
তার চোখের জল মোছাতে
পারব না কি বড়ো হতে?
দিদির মতন লম্বা হব।
কবে যে আমি বড়ো হব
দিদির মতন চুড়িদার পরব।
কবে যে আমি বড়ো হব
একলা একলা খেলতে যাব।
কবে যে আমি বড়ো হব
পার্কে গিয়ে ফুচকা খাব।
কবে যে আমি বড়ো হব
মোটা মোটা বই পড়ব।
কবে যে আমি বড়ো হব
ভূত পেতনির ছবি আঁকব।
কবে যে আমি বড়ো হব
বাসে চড়ে ঘুরতে যাব।
কবে যে আমি বড়ো হব
সব বড়োদের ফিলম দেখব।
কবে যে আমি বড়ো হব
ছোট ভাইদের পড়া ধরব।
কবে যে আমি বড়ো হব
গানের জলসা শুনতে পাব।
কবে যে আমি বড়ো হব
বড়ো অফিসে কাজ করব।
কবে যে আমি বড়ো হব
ছোট ছেলেদের তুমি বলব।
কবে যে আমি বড়ো হব
সত্যিকারের বড়ো হব।
একটা কিছু করতে হবে
যাতে নিজেই শান্তি পাব।
যদি দেখি আমার পাশে
কেউ দুঃখে কাঁদছে বসে,
তার চোখের জল মোছাতে
পারব না কি বড়ো হতে?
প্রকাশিত - আশা পত্রিকা (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)















