প্রিয়া
বিশ্বনাথ মাহাত
জানি নাকো পরিচয়
কোন শুভক্ষণে,
করলে তুমি হৃদয় জয়
জানে শুধু মনে।
বেশতো মনটা ছিল আমার
প্রিয়া তুমি আজ বল
আনলে কোথায় টেনে।
অজান্তে এই হৃদয়টাকে
তোমায় দিয়ে ফেলেছি,
একটি-দুটি কথার ফাঁকে
তোমার প্রেমে পড়েছি।
' তোমায় আমি ভালবাসি '
তুমি ভালবেসে নিলে না,
তোমার মুখের হাঁসি দেখে
মিটায় মনের বাসনা।
সত্যিকারের ভালবাসা
সত্যি কি গো পাপ,
আমার মনের ছোট্ট আশা
নাকি অভিশাপ।







Khub valo laglo
ReplyDelete